খাগড়াছড়িতে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের আরামবাগসস্থ পার্টির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার আহবান জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়ি জেলায় আমার নামে যত স্থাবর অস্থার সম্পত্তী ক্রয় করছি এ সব কিছু জাতীয় পার্টির নেতাকর্মী এবং জেলাবাসীর জন্য। এই জেলা থেকে নিতে আসিনা মন থেকে জেলাবাসীকে নিজের সব কিছু উজার করে দিতে চাই।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মনীন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি অমৃত লাল ত্রিপুরা, জেলা সদস্য সচিব প্রকৌশলী কেশব লাল দে, যুগ্ম-সদস্য সচিব আবুল কাশেম, শদিদুল্লাহ, মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা শ্রাবনী চাকমা, মহিলা সভানেত্রী শর্বরী দে, গুইমারা উপজেলার সভাপতি আমিনুল হক, দপ্তর ও অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ জাতীয় পার্টির জেলা ও বিভিন্ন উপজেলার সকল অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।