সোহেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সীতাকুণ্ডে

সোহেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সীতাকুণ্ডে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : উপজেলার মুরাদপুর ইউনিয়নে প্রকাশ্যে সোহেল হত্যা মামলার আসামী মো. জসিম (৩৫)কে আটক করেছে র‍্যাব-৭। উপজেলার পশ্চিম মুরাদপুরের আব্দুল রহিমের পুত্র জসিমকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) রাত ১০টায় উপজেলার বাঁশবাড়িয়া কোট্টাবাজার এলাকার একটি জুতা ফ্যাক্টরী থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আসামী জসিম উপজেলার কোট্টবাজারে একটি জুতার ফ্যাক্টরীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার সময় র‍্যাব সেখানে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জসিম। পরে র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

আরো পড়ুন : ‘ডোন্ট লাভ মি বিচ’ নিয়ে যা বললেন পরীমনি
আরো পড়ুন : স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর গলায় ফাঁস

উল্লেখ্য, গত ১৮ মে রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সীতাকুণ্ড বাজারে যাওয়ার পথে মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দেলোয়ার হোসেন প্রকাশ দেলু সওদাগরের ছেলে সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এছাড়াও আটক জসিমের বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব জানায়, এজাহারভুক্ত পলাতক আসামী জসিম গ্রেফতার এড়ানোর জন্য সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুণ্ডের একটি জুতার ফ্যাক্টরীতে চাকুরী নেয়। সে ফ্যাক্টারীর পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছে।