খানা-খন্দে মরণফাঁদ অক্সিজেন হাটহাজারী সড়ক

বোরহান উদ্দিন (হাটহাজারী) : অক্সিজেন হাটহাজারী সড়কটির সংস্কার না করায় ধীরে ধীরে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। এ সড়কে প্রতিনিয়ত চট্টগ্রাম থেকে নাজিরহাট, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাউজান, রাঙ্গামাটিসহ পার্বত্য জেলার ছোট বড় হাজারো গাড়ি চলাচল করছে যাত্রী নিয়ে। আর সেই সড়কটিই রোগাক্রান্ত। চলছে ঝুঁকি নিয়ে। বৃষ্টি আর নিম্নমানের কাজের কারনে সড়ক অনেক স্থানে দেবে গেছে। কার্পেটিং উঠে সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। যার কারনে চলন্ত গাড়ি দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কে নিম্নকাজের কাজ বিশেষ করে সড়ক ও জনপদ বিভাগ সংস্কারের নামে কয়েক ফুট অন্তর অন্তর ইচ্ছেমত নামেমাত্র কার্পেটিং করেছে আর সামান্য বৃষ্টি আর গাড়ির চাকার পিষ্টে তা উঠে যাচ্ছে সৃষ্টি হচ্ছে গর্তের। বৃষ্টিতে দেবে যাওয়া সড়কে সৃষ্ট জলাবদ্ধতার পানির কারনে পথচারীরা দুর্ভোগে পড়ে। মসজিদে যাওয়া মুসল্লিরা সিটকে পড়া নোংরা পানির কারনে অনেক সময় ঘরে ফিরতে হয়।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা গেছে, হাটহাজারী থেকে অক্সিজেনের দিকে যাওয়ার পথে অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক দেবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইট, ২ নং গেইট, আলাওল দিঘীর পাড়, ফতেপুরস্থ জামতল, ইসলামিয়াহাট, ফতেয়াবাদসহ বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিতেই পানি জমে। হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে শুরু করে ১১ মাইল, চবি ২ নং গেইট, চবি ১ নং গেইট, মদনহাট, জামতল, ইসলামিয়াহাট, চৌধুরীহাট, বড়দিঘীড়পাড়, বালুছড়া, অক্সিজেন বটতলসহ আরো কয়েক স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। আকারে বড় গর্তগুলোর কারনে গাড়ি এবং যাত্রী উভয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। আবার সেই গর্তের কারনে সৃষ্ট যানজটে বিড়ম্বনার শিকার হচ্ছে উভয়ে। বটতল মাজার গেইট এলাকায় সড়কের পশ্চিমে বিশাল তিনটি গর্ত চোখে পড়ে।

চট্টগ্রাম-নাজিরহাট বাসের চালক মোঃ নাজিম ও অপর চালক বাবুল প্রতিবেদককে ক্ষোভের সুরে জানান, এগুলো কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়েনা। দীর্ঘদিন ধরে এ গর্তের উপর দিয়ে ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছি। এতে গাড়ির ক্ষতি হচ্ছে। আবার ঝাঁকুনির কারনে যাত্রীরা আমাদের বকাবকি করছে।

অটো চালক প্রায় ষাটোর্ধ মানিক মিয়া জানান, পেটের দায়ে গাড়ি চালাচ্ছি এ গর্তে পড়ে গত সপ্তাহে আমার গাড়িটির সামনের অংশ ভেঙ্গে যায়। সাতশ টাকা দিয়ে মেরামত করতে হয়েছে।

স্থানীয় এক পথচারী জানান, গর্ত তিনটি আরো বড় ছিল আমরা নিজেদের উদ্যেগে ইট সুরকি দিয়ে মেরামত করলেও প্রচুর গাড়ির কারনে তা আগের পর্যায়ে চলে আসে।

এদিকে ফতেয়াবাদ বালুরটাল এলাকায় দেখা গেছে, বুধবার ভোর রাতে সামান্য বৃষ্টির পানি সড়কে জমে থই থই করছে। জমানো পানিতে কিছু সিএনজি অটোরিকশা পরিষ্কার করতে দেখা গেছে।

সিএনজি চালক শোয়েব জানান, হাটহাজারী থেকে মদনহাট আসার পথে সড়কে গর্তের কারনে গাড়ির সামনের চাকা ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ হয় বেয়ারিং। একইসাথে গর্তে পড়ার কারনে যাত্রীদের মন্দ কথা শুনতে হয়। এভাবে চললে তো ছোট বড় যে কোন দুর্ঘটনা ঘটতেই থাকবে।

চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান বলেন, হাটহাজারী থেকে আমাদের প্রচুর বাস মিনিবাস চলাচল করে। সড়ক যেভাবে খানা-খন্দে ভরে উঠছে তাতে দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। বিশেষ করে অক্সিজেন বটতল মাজার গেইট এলাকায় যে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে তাতে গাড়ি চলাচল করা ঝুঁকি। এসব গর্তে যেমন গাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি ঝাঁকুনিকে ক্ষতিগ্রস্থ যাত্রীরা।

সড়ক ও জনপদ বিভাগ হাটহাজারীর উপ সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে গর্ত ভরাটের কাজ চলছে। সড়কের পাশে অনেক নালা ভরাট হওয়ার কারনে পানি জমেছে। তা নিষ্কানের ব্যবস্থা নেওয়া হবে।

দেবে যাওয়া সড়কের ব্যাপারে বলেন, আমরা ইতিমধ্যে কাজের ইষ্টিমিট (প্রাক্কলন) পাঠিয়েছি আশা করছি নভেম্বর ডিসেম্বরে কাজ শুরু করতে পারব।