সীতাকুণ্ডে ৩ অবৈধ করাত কলকে জরিমানা

সীতাকুণ্ড : লাইসেন্স না থাকায় সীতাকুণ্ড উপজেলায় অবৈধভাবে স্থাপিত করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সীতাকুণ্ডের কুমিরা থেকে ভাটিয়ারী পর্যন্ত এলাকায় অবৈধভাবে স্থাপিত করাত কলের বিরুদ্ধে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকায়/নবায়ন না করায় কুমিরার ঘোড়ামারা স’ মিলকে ১০ হাজার টাকা, সোনাইছড়ির বাগদাদ স’ মিলকে ১০হাজার টাকা এবং ভাটিয়ারীর দি ইউনিক স’ মিলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।