চবিতে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের ছাত্রলীগের দুই গ্রুপের ( সিক্সটি নাইনে ও সিএফসি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হওয়ায় সিএফসির একজন এবং সিক্সটি নাইনের ৩ জনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

২৪ আগস্ট দীর্ঘ ১৬ মাস পর ক্যাম্পাস এসে প্রথমবার বিবাদে জড়ায় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও সিএফসি। এতে ২ জন আহত হন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিবদমান দুই গ্রুপ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন।

আহতরা হলেন, সিএফসি গ্রুপের মেহেদী হাসান, রাজনীতি বিজ্ঞান বিভাগ ২০১৯-২০ সেশন। সিক্সটি নাইন গ্রুপের মো. আলী রিমন, তৌফিকুল ফেরদৌস বাঁধন, তসলিম হাসান আশিক ও মো. রুহুল আমিন। চারজনই গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, দুই গ্রুপের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।

শেয়ার করুন