সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে: নওফেল

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা করছি। এটাই এখন পর্যন্ত পরিকল্পনা। অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চলবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি)–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, শিক্ষা খাতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনলাইনে, টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। কিন্তু সেটা যথেষ্ট নয়।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষিত তারিখে আমরা ক্লাস শুরু করতে পারব বলে আশা করছি। প্রাথমিকভাবে এক দিন করে আমরা চিন্তা করছি। তবে সেটা পরিবর্তন হতে পারে। আমরা আরও বেশি দিন হয়তো শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনতে পারব।

গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা মহামারির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেন।

শেয়ার করুন