
হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে পুকুরে ডুবে আয়াতুল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ নং মেখল ইউপি সদস্য কাজী মোহাম্মদ সেলিম মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিহত শিশু আয়াতুল ওই এলাকার মুন্সি মিয়া মেম্বারের বাড়ির মো. শফির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠনে খেলা করছিল শিশু আয়াতুল। খেলতে খেলতে এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুকুরের পানিতে আয়াতুলের লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।