কাবুল বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু

কাবুল : আফগানিস্তানে কাতারের রাষ্ট্রদূত বলেছেন, মানবিক সহায়তা গ্রহণ করতে কাবুল বিমানবন্দন ফের চালু করতে সক্ষম হয়েছেন একটি কারিগরি দল। দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।

নিজেদের প্রতিনিধির বরাতে সংবাদমাধ্যমটি বলছে, আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। আফগান কর্তৃপক্ষের সহায়তায় বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে। কাবুল থেকে মাজার-ই-শরিফ ও কান্দাহারে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহারের পর থেকে বন্ধ রয়েছে কাবুল বিমানবন্দর। এছাড়া আফগানিস্তানের দুদশকের যুদ্ধে মার্কিন বাহিনীর দোসর আফগান নাগরিকদেরও নিরাপদ দেশে সরিয়ে নেওয়া হয়েছে।

তালেবানের শাসনে এছাড়াও কয়েক হাজার আফগান জীবন ঝুঁকিতে রয়েছে। মার্কিন বাহিনীকে সহায়তা করা এসব নাগরিকেরা আফগান ছাড়তে মরিয়া।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি বলেন, তালেবানের সঙ্গে আলোচনা চলছে। কাবুল বিমানবন্দর চালু করতে সম্ভাব্য কারিগরি সহায়তার জন্য তারা তুরস্কের সঙ্গে কাজ করছেন।

শেয়ার করুন