চট্টগ্রাম বিআরটিএতে যৌথ অভিযান: ২১ ‘দালালকে’ সাজা-জরিমানা

সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে র‌্যাব, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলমান অভিযানে দালাল চক্রের ৩১ সদস্যকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে ছাড়া পান। বাকি ২১ জনকে বিভিন্ন পরিমাণে আর্থিক জরিমানা এবং একজনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স-টোকেন ও ফিটনেস সার্কিফিকেটসহ নানা কাজে সেবাপ্রত্যাশী লোকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানির অভিযোগ ছিল।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশও অভিযানে উপস্থিত ছিলেন।

র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর মেহেদী হাসান জানান, সারাদেশে একযোগে অভিযানের অংশ হিসেবে সকাল থেকে বিআরটিএতে এই অভিযান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ বলেন, প্রথমে ৩১ জনকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত একজনকে তিনদিনের জেল এবং বাকি ২১ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২১ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ জানান, অভিযানে ২১ জনকে বিভিন্ন পরিমাণে আর্থিক জরিমানা এবং একজনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন