বোতলজাত সয়াবিন ১৫৩ , খোলা ১২৯ টাকা নির্ধারণ

ঢাকা: বোতলজাত সয়াবিন ১৫৩ টাকা, খোলা ১২৯ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া খোলা পাম সুপার তেলের এক লিটারের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা এবয় ৫ লিটার বোতলের দাম ৭২৮ টাকা।

রোববার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মে মাসে সয়াবিন তেলের যে দাম ঠিক করা হয়েছিল এবার সেটিই পুনর্বহাল করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষ অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন