

ঢাকা : দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনা শনাক্তে পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। বেশ কয়েকটি দেশ থেকে এই শর্ত দিয়েছে। এ নিয়ে গত কয়েক দিন থেকে আলোচনাও চলছিল।
দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় র্যাপিড পিসিআর মেশিন না থাকায় প্রবাসীরা এখন সেসব দেশে যেতে পারছেন না। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে র্যাপিড পিসিআর মেশিন ও ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছেন তারা।
সোমবার (০৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন দেশে এখন নতুন শর্ত দেওয়া হচ্ছে যে, উড্ডয়নের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা করাতে হবে। আজকে এটা ঠিক করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিন দিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যে রকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে উনারা টেস্ট করতে পারেন।
বিমানবন্দরে পিসিআর পরীক্ষায় কত সময়েরে মধ্যে রিপোর্ট দেওয়া সম্ভব হবে প্রশ্ন করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা কথা বলে দেখেছি, ৪ ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।
তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক, ইনস্ট্যান্টলি পরীক্ষা করতে পারেন। আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে। আমাদের লোকেরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়।
আন্তর্জাতিক বিমানবন্দরে কবে থেকে পিসিআর পরীক্ষা চালু হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। যত কুইকলি পারে দুই-তিনদিন বা সাতদিন, কুইক টাইমে না হলে তো আপনি ওই দেশে যেতে পারছেন না।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত