চট্টগ্রামে ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রাম: চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৯ জন নগরের বিভিন্ন এলাকায় এবং ৩৯ জন চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জুলাই মাসে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চমেক সহ বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন।

কীটতত্ত্ব জরিপের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের দেবপাহাড়, বহদ্দারহাট, গোসাইলডাঙ্গা, আকবরশাহ, লালখানবাজার এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

যদিও ঢাকার তুলনায় চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ কম হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিত্যক্ত জিনিসপত্র ও টবে পানি জমিয়ে রাখা যাবে না।

ডেঙ্গু চিকিৎসার প্রস্তুতি সম্পর্কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, ডেঙ্গুর চিকিৎসার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আলাদা ইউনিট স্থাপন করে ৫০ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুন