সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোণাপাড়াস্থ টেকনাফ-কক্সবাজার সড়কের টিভি টাওয়ারের বিপরীতে জনৈক মুরাদ সাহেবের রাবার বাগান এলাকা থেকে ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঘুমধুম সীমান্ত থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক মুহাম্মদ আব্দুল্লাহ (১৯) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হ্নীলা (পানখালী) গ্রামের শামশুল আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুহাম্মদ আব্দুল্লাহ একজন খুচরা মাদক ব্যবসায়ী । গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ টেকনাফ-কক্সবাজার সড়কের টিভি টাওয়ারের পূর্বে জনৈক মাবুদ সাহেবের রাবার বাগানের প্রবেশমূখে অভিযান চালিয়ে আটক করা পুলিশ। এসময় ১হাজার ৮শ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে পুলিশ জানান।