গণটিকা প্রত্যাশীরাও পাবেন টিকার সনদ

সিটি করপোরেশন এলাকায় চলছে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম। ছবি: এম এ হান্নান কাজল

চৌধুরী সুমন : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজের কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে টিকাদান চলে। প্রথম ডোজের টিকাকার্ড বা টোকেন ছাড়া কাউকে টিকা দেওয়া হয়নি।

যদিও চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগে পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে যে সব নাগরিক ১ম ডোজ গ্রহণ করেছেন শুধু তাদের একই কেন্দ্রে উপস্থিত হয়ে ২য় ডোজ গ্রহণ করবেন।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) পূর্ব নির্ধারিত সময় সকাল ৯টার আগে দ্বিতীয় ডোজ টিকা প্রত্যাশীরা কেন্দ্রে ভিড় জমান। গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

১ম ডোজ গ্রহণের জন্য কেন্দ্রে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছিলেন,ক্যাম্পেইনের অধীনে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও ৮ সেপ্টেম্বর বুধবার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে এবং আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বৃহস্পতি ও শুক্রবার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের আগামী ৮ সেপ্টেম্বর বুধবার ভ্যাকসিন দেওয়া হবে।

সর্বোপরি ১১ ও ১২ সেপ্টেম্বর শনি ও রোববার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে; জানিয়েছিলেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন টিকা কেন্দ্রে মর্ডানার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।

টিকার দ্বিতীয় ডোজ প্রত্যাশী উত্তর আগ্রাবাদ ২৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মহিউদ্দীন সজল নয়াবাংলাকে জানান, ৭ আগস্ট সারাদেশে গণটিকাদান কর্মসূচি কার্যক্রমের সময় প্রথম ডোজ নিয়েছিলাম। আজ দ্বিতীয় ডোজ নিলাম। কিন্তু আমরা যারা গণটিকা নিয়েছি সকলে কোভিড-১৯ ভ্যাকসিনের সনদ পাব কিনা এটাই চিন্তার বিষয়?

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নয়াবাংলাকে জানান, যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা অবশ্য সনদ পাবেন। আর বাকীদের করার প্রক্রিয়া আছে। বিশেস করে উপজেলা পর্যায়ে ৯০ শতাংশ আমাদের করা হয়ে গেছে। তবে করপোরেশন এলাকার তথ্য আমার কাছে নাই। তবুও দুই ডোজ টিকা সম্পন্ন হলে অবশ্যই সনদ পাবেন।

তিনি বলেন, গতবার ৩৬ হাজার ৭৩৫ মর্ডনার টিকা সিটি করপোরেশনে প্রথম ডোজ দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সিনোফার্ম নিয়েছিল ১ লাখ ২১ হাজার ১০৯ জন। উপজেলা এলাকাতে তিনদিন ধরে টিকাদান কার্যক্রম চলমান ছিল। আর সিটিতে একদিনই সব সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন