ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুন লেগে অন্তত ৪১ বন্দি পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও বহুজন। দেশটির বানটন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত একটার দিকে দেশটির টাঙ্গেরাং কারাগারে আগুন লাগে। কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দিদের গাদাগাদি করে রাখা হয়েছিল।
আর স্থানীয় কমপাস টিভিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ভবনের বিশাল আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন।
আরো পড়ুন : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ৭৩ জন হালকা আঘাত পেয়েছেন।
খবরে বলা হয়েছে, ৬০০ জনের ধারণ ক্ষমতা হলেও সেখানে প্রায় ২ হাজার বন্দিকে রাখা হয়েছিল।