বান্দরবানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর

বান্দরবান : করোনা ভাইরাস সংকটে ক্ষতিগ্রস্থ, কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন এ করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ ১০১পরিবারের হাতে নগদ ৪হাজার ৫০০টাকা করে মোট ৪লক্ষ ৫৪হাজার ৫০০টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্নয়ন কাজের উদ্বোধন ও পার্বত্য জেলা পরিষদ ২৩ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে অর্থায়নে পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে ১৪টি ঘর নির্মাণ কাজ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ৩৩ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এদিকে উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আলীকদম উপজেলার পান বাজার সেন্ট মেরিস স্কুল মাঠে জনসভায় যোগ দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস ফরাজী, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ফাতেমা পারুল, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ, ইউনিট লেভেল অফিসার মোশারেফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।