চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে মসজিদ নির্মাণ

চট্টগ্রাম: এবার নগরীর আন্দরকিল্লাহস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ে নির্মিত হচ্ছে মসজিদ। আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান।

তিনি আশা ব্যক্ত করে এসময় বলেন, মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক-কর্মচারীসহ হাসপাতালে আগত রোগী সাধারণ এবং তাদের স্বজনের নামাজ আদায়ের সুযোগ পাবেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদ, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়ুয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র, স্যানিটারী ইন্সপেক্টর টিটু পাল, প্রোগ্রাম অর্গানাইজার গাজী মো. নূর হোসেন, সরকারি গাড়ি চালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন