সীতাকুণ্ডে সঙ্খিনী উদ্ধার

সীতাকুণ্ডে সঙ্খিনী উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : উপজেলার দক্ষিণ কেদারখীল জামে মসজিদ পুকুর পাড় থেকে একটি সঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ কেদারখীল জামে মসজিদ পুকুর পাড়ে জালে আটকানো অবস্থায় সঙ্খিনী সাপটি উদ্ধার করা হয়।

সাপটি প্রায় সাড়ে ৮ ফুট লম্বা বলে জানিয়েছেন দক্ষিণ কেদারখিল জামে মসজিদের সেক্রেটারি ও সীতাকুণ্ড সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সাংবাদিক মো. নজরুল ইসলাম।

আরো পড়ুন : লামায় চলন্ত গাড়ি পুড়ে ছাই, আহত ২

তিনি বলেন, ‘সঙ্খিনী সাপটিকে পুকুর পাড়ে জালে আটকে পড়া দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। সাপটি পুরোপুরি সুস্থ আছে। আমরা শিগগিরই সাপটি অবমুক্ত করে দেবো। বনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে সাপসহ বিভিন্ন প্রাণী প্রায়ই বন ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ জন্য বনের পরিবেশ রক্ষা করতে হবে সবাই মিলে।’

শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরা কাল কেউটে বা ডোরা শঙ্খিনী বলা হয়ে থাকে। এটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ।