সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় করতেন তহিদুল

বান্দরবান (চট্টগ্রাম): বান্দরবান বাজারে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে তহিদুল ইসলাম (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

তহিদুল ইসলাম বান্দরবান সদরের বাজার এলাকায় দৈনিক অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে ওষুধ চেক করে অর্থ আদায় করার অভিযোগ রয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার সন্ধীপ থানার বাসিন্দা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তহিদুল ইসলাম বান্দরবান সদরের বাজার এলাকায় দৈনিক অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে ওষুধ চেক করে অর্থ আদায়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হয়  কয়েকজন ব্যবসায়ীর। পরে তার বিরুদ্ধে দোকান থেকে অর্থ আদায়ের অভিযোগ জানানো হয় পুলিশকে। ওই দিন রাতেই পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, বান্দরবান বাজারের ওষুধ ব্যবসায়ীদের অর্থ আদায়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন