বান্দরবান : থানচির বড়পাথরে গোসল করতে নেমে ফজলে এলাহী ফয়সাল (২৬) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাশামী গ্রামের বাসিন্দা।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়পাথর এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গত শনিবার সকালে ফয়সাল সহ একসাথে ১২ জন থানচিতে ভ্রমণ করতে এসেছেন। এর মধ্যে ৪ জন বড়পাথরে যায়। শনিবার দুপুরে ৪ জন বড়পাথরে গোসল করতে নামে। গোসল করা শেষে সবাই উঠেগেলেও ফজলে এলাহী পানিতে নিখোঁজ হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, লাশটি ফুলে-ফেঁপে উঠেছে। লাশ সুরতহাল করার জন্য পুলিশের একটি টিম ওই জায়গায় গেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত