শক্তিশালী টাইফুন চ্যানথুর বাতাসের গতি ঘন্টায় ১৭০ কি:মি

আন্তর্জাতিক : চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই কর্তৃপক্ষ। ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস রোববার সন্ধ্যায় সুপার টাইফুন আঘাত হানার পূর্বাভাস দিয়েছিল। কিন্তু শঙ্কা এখনো কাটেনি।

ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই শহর ও আশপাশের এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে বিমান, ট্রেন ও নৌপথের চলাচলও।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানথুর সতর্কতায় সাংহাইয়ের কাছে ঝেজিয়াং প্রদেশে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রদেশের কিছু শহরে রেলসেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন