মিরসরাইয়ে গলা কেটে মোটরসাইকেল ছিনতাই

মিরসরাইয়ে গলা কেটে মোটরসাইকেল ছিনতাই

মিরসরাই (চট্টগ্রাম) : উপজেলার করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার সংলগ্ন এলাকা থেকে বারেক (২৩) নামে এক যুবকের গলাকেটে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা। বারেক ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌণে ১১টার দিকে উপজেলার নয়টিলা মাজার সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বারেক ব্যক্তিগত কাজ সেরে রাতে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে নয়টিলা মাজার এলাকায় সশস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা বারেকের পথরোধ করে গলায় ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে পথচারীরা বারেককে আশষ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : কক্সবাজার আওয়ামী লীগের ১১ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শতাক্তের চেষ্টা চলছে। সব বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।