
চট্টগ্রাম: আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি অংশে একটি মোটরসাইকেলকে ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে তথ্য জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুপুর আড়াইটার দিকে ফ্লাইওভারে মোটরসাইকেলসহ এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।