আমদানি-রপ্তানি বন্ধ আখাউড়া বন্দরে

ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া- আগরতলা বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে পুণরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবেই চলবে।

তবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে স্বাক্ষরিত এক চিঠিতে আগেই বিষয়টি জানিয়েছেন।

শেয়ার করুন