বান্দরবানে ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা

বান্দরবান : ক্রীড়া ব্যবস্থার উন্নয়নের জন্য পার্বত্য জেলা বান্দরবানে ক্রীড়া উন্নয়ন বোর্ড গঠন করা হচ্ছে। পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পরিচালিত এ বোর্ডের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া সংগঠনের উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন ঘটানো হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের অডিটরিয়ামে স্থানীয় ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

এসময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।

আরো পড়ুন : আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্ণেল নজরুল ইসলাম, কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনসহ প্রমুখ।

এছাড়া সভায় হ্যান্ডবল, বক্সিং, সুইমিং, ভারোত্তোলন, ভলিবল ফেডারেশনের নেতৃবৃন্দসহ বান্দরবানের বিভিন্ন ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

সভায় বান্দরবানের বিভিন্ন ক্রিয়া সংগঠনের খেলোয়াড়রা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মতবিনিময় সভায় তুলে ধরেন।