আরেফিন নগরে পুলিশ বক্স হবে : ওসি মহসিন
মাদক বিক্রয় ছেড়ে আসুন, পুনর্বাসন করবে সিএমপি

আরেফিন নগর এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ মো. মহসিন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ‘আপনারা এলাকায় মাদক প্রতিরোধ কমিটি করুন। মাদক বিক্রেতাকে বুঝাতে চেষ্টা করুন-মাদক প্রথমে নিজেকে পরে সমাজ এবং দেশকে ধ্বংস করে। যদি কেউ বিশেষ কারণে মাদক ব্যবসা করে, তাকে বলুন-যদি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে সিএমপি’র পক্ষ থেকে তাকে পুনর্বাসন করা হবে। এরপরও সুফল পাওয়া না গেলে পুলিশ আইনী ব্যবস্থা নেবে। আপনারা শুধু পুলিশকে তথ্য দেবেন-কোথায় বিক্রয় হয়, কারা মাদক সেবন করে। জঙ্গিবাদ এবং মাদক নির্মূলে আমি মহসিনকে সব সময় আপনাদের পাশে পাবেন।’

শনিবার (২০ মে) বিকালে নগরীর বায়েজিদ থানার আরেফিন নগর গেট এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৬৭নং বিট পুলিশিং উঠান বৈঠকের প্রধান অতিথি বায়েজিদ থানার অফিসার্স ইনচার্জ মো. মহসিন এসব কথা বলেন।

‘পুলিশ এবং জনতা গড়ে তোল একতা’ শীর্ষক উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বৃহত্তর আরেফিন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিদর্শক ও ৬৭নং বিট ইনচার্জ মো. নোমান সহকারী উপ-পরিদর্শক ও ৬৭নং বিট সহকারী ইনচার্জ এবি ছিদ্দিকী এবং ৬৭নং বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক আবদুর রহিম। শিক্ষক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ এস এস বড়ুয়া।

মাদকের কুফল তুলে ধরে যুব সমাজের উদ্দেশ্যে ওসি মহসিন বলেন-‘মাদক সেবন করতে করতে যারা রাস্তার ফুটপাতে কিংবা নালায় পরে আছে, ওই মাদকসেবীও একময় টগবগে যুবক ছিল। আজ মৃত-প্রায়। সে প্রথমে নিজেকে ধ্বংস করেছে, তারপর পরিবার ও সমাজকে। আসুন জনতা এবং পুলিশ মিলে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করি।’ এসময় তিনি আরেফিন নগরে একটি পুলিশ বক্স স্থাপন করা হবে বলে জানান। তিনি বলেন-‘ইতিমধ্যে এ সংক্রান্ত প্রায় সব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই পুলিশ বক্স স্থাপন করা সম্ভব হবে। তখন পুলিশ আপনাদের আরো কাছে চলে আসবে।’ আমি মহসিন চলে যাব কিন্তু আরেক মহসিন আসবে থানার ইনচার্জ হিসেবে। আপনারা থানার সরকারি মোবাইল নম্বরটি সেভ করে রাখেন-প্রয়োজন মনে করলে ফোন দিবেন-আশা করি ফল পাবেন। বলছিলেন ওসি মহসিন।

আরেফিন নগর এলাকায় উঠান বৈঠকে উপস্থিতির একাংশ। ছবি : নয়াবাংলা

যারা বেহেস্তে যেতে জঙ্গিবাদ বেছে নিয়েছেন-তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন-‘আমি বেহেস্ত চিনেছি ছোট থেকেই। ওই বেহেস্ত মা-বাবার পায়ের নিচে। বাবা নেই। তবে মায়ের সাথে প্রতিদিনই কথা বলে মাকে সুখে রাখার চেষ্টা করি। আমার বিশ্বাস, হয়তো আমার মায়ের দোয়াতেই আমি আজ আপনাদের (ওসি) মহসিন।’ আপনারা বেহেস্তে যেতে যাইলে মা বাবাকে সম্মান শ্রদ্ধা করুন। জঙ্গিপনা, বোমা ছুঁড়ে মানুষ মেরে বেহেস্তে যাওয়া যায় না।’
বিশেষ অতিথি উপ-পরিদর্শক নোমান তার বক্তব্যে বিট পুলিশিং এর গুরত্ব তুলে ধরেন। তিনি বলেন-‘জনতা এবং পুলিশ একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং কিংবা চাঁদাবাজি নির্মূল করা সম্ভব।’

এলাকায় নতুন লোকের আনাগোনা বিশেষ করে প্রত্যেক ভাড়াটিয়ার উপর দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে সহকারী উপ-পরিদর্শক এবি সিদ্দিকী বলেন-‘পুলিশ নাগরিক ফরম বিতরণ করছে। আপনারা প্রত্যেকে ওই নাগরিক ফরম পূরণ করে থানায় জমা দিবেন। কোন ভাড়াটিয়া যদি ওই নাগরিক ফরম পুরণ করতে না চায়-বিষয়টি পুলিশকে জানানোর দায়িত্ব আপনার।’ ইতিমধ্যে প্রায় ৫০% নাগরিক ফরম পুরণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সভায় সিএমপি’র কর্মকর্তাদের সরকারি মোবাইল নম্বর সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ‘পুলিশই-জনতা, জনতাই পুলিশ’ শীর্ষক একটি নাটিকা প্রদর্শন করা হয়।

শেয়ার করুন