বান্দরবানে বিভিন্ন পানীয় জল শোধানাগার কারখানা ও রান্নায় ব্যবহৃত বোতলজাত গ্যাস বিক্রির প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সরকারি নিয়ম অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
অভিযানে বান্দরবান সদরের মধ্যম পাড়ায় বিএসটিআইয়ের সনদপত্র না নিয়ে লোগো ব্যবহার করায় পানীয় জল শোধানাগার কারখানার মালিক ক্য থুই অংকে ২৫ হাজার টাকা, বিএসটিআইয়ের সনদপত্র না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় জল শোধন করায় বান্দরবান সদরের ব্রিগেড এলাকায় মো. ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : মিরসরাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আরো পড়ুন : খাগড়াছড়িতে বনজদ্রব্য ব্যবসায়ী সমিতির অভিষেক
তাছাড়া বাজার এলাকায় ডিজেল, অকটেন বিক্রির বৈধ পরিমাপক যন্ত্রের লাইসেন্স না থাকায় ওজন ও পরিমান মানদন্ড আইনে মনু কুমার নাথ নামে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা ও আদায় করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান, বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক মো. মুকুল মৃধা ও জেলা প্রশাসনের কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত