লোকমান হত্যাকারীদের গ্রেফতারের দাবি
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কঠোর আন্দোলনের হুমকি

হাটহাজারীতে লোকমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। ছবি : প্রতিনিধি

সন্ত্রাসীদের হাতে র্নিমমভাবে নিহত মোঃ লোকমান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি মহাসড়কে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ ফতেপুর অংগসংগঠনের নেতাকর্মীরা। এসময় আগামী মঙ্গলবার আবারো প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়। দ্রুত সময়ে লোকমান হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার করা না হলে হাটহাজারীতে কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।

রবিবার (২১ মে) সকালে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সভায় হাটহাজারী ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তসলিম হায়দার সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী সদস্য আলহাজ্ব  মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। তিনি বলেন, নিহত ইউপি সদস্য লোকমান ছিলেন এমন একজন জনপ্রতিনিধি যিনি এলাকার মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। লোকমান জানতেন কারা মাদক ব্যাবসা করে, কারা সমাজকে কলুষিত করছে, কারা সিন্ডিকেট করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তার এই প্রতিবাদই কাল হলো। সন্ত্রাসীরা নির্মমভাবে কেড়ে নিল তার প্রাণ। লোকমানের খুনিদের গ্রেফতারে কঠোর আন্দোলনের হুমকী দিয়ে তিনি আরো বলেন, আমরা প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলাম কিন্তু প্রশাসন এখনো কাউকে আটক করতে পারেনি, আগামী মঙ্গলবার আবারো প্রতিবাদ সভার কর্মসূচি দিয়ে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, যদি দ্রুত সময়ে খুনিদের আটক না করে তাহলে পুরো হাটহাজারীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

ছাত্রলীগ নেতা এম এ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী মানিক, সাংগঠনিক সম্পাদক এম ইকবাল বাহার, সাইদুল হক সুমন, জাহাঙ্গির আলম জনি, দেলোয়ার হোসেন, হাসান লিটন, শাহ আলম, আবু বক্কর সিদ্দিকী, কুদরতে ই খুদা, মোঃ কামাল উদ্দিন, মোঃ হানিফ, মোঃ মিজানুর রহমান, আরিফুর রহমান রাসেল, মোঃ ইসমাইল, ইউসুফ আলী, ইকবাল বাপ্পি, নাঈম উদ্দিন, আলাউদ্দিন, রহিম মুন্না, সরোয়ার হোসেন খোকন, মামুন, মোঃ এমরান, নজরুল ইসলাম প্রমূখ। প্রতিবাদ  সভার পূর্বে বিক্ষোভ মিছিলটি চবি ১নং মহাসড়ক হতে মদনহাট, জামতল হয়ে ১নং সড়কে গিয়ে শেষ হয়, মিছিলে ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৭ মে বুধবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মেম্বার মোঃ লোকমানকে নিজ এলাকায় নৃশংসভাবে খুন করে সন্ত্রাসীরা, নিহত লোকমান ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

শেয়ার করুন