[caption id="attachment_77119" align="aligncenter" width="720"]
পরির পাহাড় পরিদর্শনশেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব[/caption]
চট্টগ্রাম : আদালত পাড়া (কোর্ট হিল) নিয়ে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে_উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, সরকার পুরো বিষয়টি দেখছে। আমাকে এ বিষয়ে কোন দায়িত্ব দেয়া হয়নি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সকলের মঙ্গলের জন্য যা করা প্রয়োজন তাই করা হবে। তবে আইনজীবীরা মঙ্গল গ্রহ থেকে আসে নাই। সবাই চট্টগ্রামের। আমিও চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের মানুষের মঙ্গল হয়, যেটার দ্বারা উপকার হয় সেটিই করবে সরকার।
তিন দিন সফরের শেষদিন (শনিবার) সকালে চট্টগ্রামের আদালত পাড়া (কোর্ট হিল) পরিদর্শন করেন তিনি। সেখানে থাকা বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এক পর্যায়ে মতবিনিময় করেন চট্টগ্রামে কর্মরত বিসিএস (প্রশাসন) কর্মকর্তাদের সাথে।
আরো পড়ুন : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা
আইনজীবীদের প্রস্তাবিত দুটি নতুন ভবন বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই বলব না। তিনি প্রশ্ন রেখে বলেন, একসময় কোর্ট বিল্ডিংয়ের একপাশ দিয়ে উঠে আরেকপাশ দিয়ে বের হতাম। এখন কি সেটা সম্ভব?
গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডা. আহমদ কায়কাউস। সেদিনই তিনি মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প নগরসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরদিন শুক্রবার বন্দরের বে-টার্মিনাল পরিদর্শন, কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত ভূমি এবং মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত