যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, আহত ৫০

নয়াবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী অ্যামট্রাক ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

এএফপি জানিয়েছে, ট্রেনটি ১৪৭ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে শিকাগো থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল। মন্টানার দুর্যোগ ও জরুরি সহায়তা বিভাগ দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক এক বিবৃতিতে বলেছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বের করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পর রাস্তার পাশে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। লাইনচ্যুত হওয়ার পরপরই ভেতরে আটকে থাকা যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

শেয়ার করুন