চট্টগ্রামে সংক্রমণ কমে ২ শতাংশে নেমেছে

চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন বত্রিশ জনের দেহে এর নমুনা পাওয়া গেছে। এর মধ্যে ২২ জন মহানগর এলাকায় এবং ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে সংক্রমণ কমে ২ শতাংশে নেমেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শেয়ার করুন