

চট্টগ্রাম: নগরের জালালাবাদ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাকে হত্যা করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ীর নাম, মো.নেজাম পাশা (৬৫)।
মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ব্যবসায়ী মো.নেজাম পাশাকে হত্যা করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি; বলেন তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত