চট্টগ্রাম : নমুনা পরীক্ষার তুলনায় চট্টগ্রামে সংক্রমণের হার ১ দশমিক ৪৩ শতাংশে নেমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১৭ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৬৮০ জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে ১৩ জন মহানগর এলাকার এবং ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৯৬ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে টিকা গ্রহণের ওপর আগ্রহ বেড়েছে মানুষের। যদিও প্রথম দিকে তেমন আগ্রহ ছিল না। এখন টিকা গ্রহণের জন্য মানুষ সকাল থেকে ভীড় করছে টিকা কেন্দ্রগুলোতে।
তবে চিকিৎকেরা বলছেন, শুধু টিক নিলেই হবে না, স্বাস্থ্য বিধিও মেনে চলতে হবে। এর ব্যতিক্রম হলে আবারও সংক্রমণ বাড়তে পারে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত