জনবল সংকটে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ

শংকর চৌধুরী, (খাগড়াছড়ি) : জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দাপ্তরিক কার্যক্রম। প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পদ শূন্য রয়েছে বছরের পর বছর ধরে। সহসাই দূর হচ্ছে জনবল সংকট, এমন প্রতিশ্রুতি বরাবরই দিয়ে আসছেন সংশ্লিষ্ট কর্তারা। তবে এই সংকট আর কাটছে না।

জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি বিভাগীয় কার্যালয়সহ জেলার অন্যান্য আট উপজেলায় অন্তত ৫০টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে প্রথম শ্রেণীর ৩টি, দ্বিতীয় শ্রেণীর ৯টি, তৃতীয় শ্রেণীর ৫টি এবং চতুর্থ শ্রেণীর শূন্য পদের সংখ্যা ৩৩টি।

খাগড়াছড়ি বিভাগীয় কার্যালয়ে ১টি সিনিয়র সহকারী প্রকৌশলী, ১টি প্রাক্কলনিক, ১টি ড্রাফটম্যান, ১টি হিসাবরক্ষক, ১টি ক্যাশিয়ার, ১টি মেকানিক, ২টি পাম্প চালক, ১টি সহকারী পাম্প চালক, ১টি লাইনম্যান ও ১টি নিরাপত্তা প্রহরীর পদ শূন্য। জেলার রামগড় ও লক্ষ্মীছড়ি এই দুই উপজেলায় শূন্য রয়েছে ১টি করে মোট ২টি সহকারী প্রকৌশলীর পদ। দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যেকটিতে ১টি করে মোট ৬টি উপ-সহকারী প্রকৌশলীর পদও শূন্য হয়ে আছে দীর্ঘ বছর ধরে।

এছাড়া নবসৃষ্ট গুইমারা উপজেলায় ১টি উপ-সহকারী প্রকৌশলী, ১টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি মেকানিক, ১টি অফিস সহায়ক এবং ১টি নিরাপত্তা প্রহরীর পদ শূন্য রয়েছে। আর জেলার অন্যান্য উপজেলা কার্যালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে ২টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৪টি মেকানিক, ৪টি অফিস সহায়ক এবং ৩টি নিরাপত্তা প্রহরী পদে লোকবল পদায়ন জরুরী।

মহালছড়ি উপজেলার সহকারী প্রকৌশলী আইয়ুব আলী আনসারী বলেন, ‘আমার মূল পোস্টিং মহালছড়িতে। তবে খাগড়াছড়ি বিভাগীয় কার্যালয়ে সহকারী প্রকৌশলী ও প্রাক্কলনিক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে দারুণ হিমশিম খেতে হয় আমাকে।’

দীঘিনালা ও পানছড়ি এই দুই উপজেলায় সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন মো. জাহাঙ্গীর আলম সরকার। তিনি বলেন, ‘দুর্গম এই পাহাড়ি অঞ্চলে একইসাথে দুটি উপজেলায় দায়িত্ব পালন করা বেশ কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার।’

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, ‘এমনিতেই দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পার্বত্যাঞ্চলে কাজ করা বেশ দুরূহ। তার ওপর জনবল সংকটে অনেকটা বেকায়দায় আছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। ফলে দাপ্তরিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জরুরী সেবা থেকেও বঞ্চিত হচ্ছে দুর্গম এই পাহাড়ি অঞ্চলের অধিবাসিরা।’

এদিকে প্রতিবছরই বর্ষা মৌসুমে বানের পানিতে তলিয়ে যায় খাগড়াছড়ি জেলা সদরসহ সবকটি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফলে পানির উৎসগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনস্বাস্থ্য বিভাগের জনবল সংকটের কারণে এই দুর্যোগময় সময়েও সেবাবঞ্চিত হয় ক্ষতিগ্রস্তরা। আর এভাবেই বছরের পর বছর ধরে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে এ জেলার বাসিন্দারা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান বলেন, ‘জনবল সংকটের কারণে আমাদের দাপ্তরিক কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদেরকে অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে কোনোভাবে কাজ চালিয়ে নেয়া সম্ভব হলেও, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলো শূন্য থাকায় বেশী বেগ পেতে হচ্ছে। ফলে কাজের ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রতা।’

তিনি আরও বলেন, ‘যাবতীয় সংকট তুলে ধরে শূন্য পদগুলোতে লোকবল পদায়নের জন্য গেলো মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ করেছি।’

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ‘সেবার মান বাড়াতে হলে জরুরীভিত্তিতে শূন্য পদগুলোতে লোকবল পদায়ন করতে হবে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। আশাকরি দুর্গম এ পাহাড়ি অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শীঘ্রই লোকবল নিয়োগের জন্য পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’