
চট্টগ্রাম : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বেঙ্গল এজেন্সীস এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস বেঙ্গল এজেন্সীস খো-খো লিগ ২০১৬-১৭ এর সমাপনী খেলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ২৪-০৭ পয়েন্টে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে এফ.এম.সি স্পোর্টস ক্লাব ১৩-১১ পয়েন্টে শতদল (জুনিয়র) কে পরাজিত করে পয়েন্ট তালিকায় ২য় স্থান অধিকার করে রানার্স আপ হয়। ফলে ৩য় স্থান পায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং ৪র্থ স্থান অধিকার করে শতদল (জুনিয়র)।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শতদল জুনিয়রের আবরার করিম। আম্পায়ারদের পক্ষে শাহজালাল উদ্দিন উপহার গ্রহণ করেন।
খেলাশেষে চট্টগ্রাম সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান বেঙ্গল এজেন্সীস এর ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন ভূঁইয়া। সিজেকেএস কোষাধ্যক্ষ ও খো খো কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ও কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মিসেস রেখা আলম চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর নোমান আল মাহমুদ, হাসান মুরাদ বিপ্লব, কাজী মইনুল হক মহিউদ্দিন, মকসুদুর রহমান বুলবুল, মো: কামাল উদ্দিন, লোকমান হাকিম মো: ইব্রাহিম, মাহমুদুর রহমান মাহবুব, ডা: তিমির বরণ চৌধুরী, প্রবীন কুমার ঘোষ, মো: লুৎফুল করিম সোহেল, আবু সামা বিপ্লব, এনামুল হক, খো খো কমিটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক শাহজালাল উদ্দীন, কল্লোল দাশ, সদস্য গুলশান আরা পান্না, হায়দার আলী, সাইফুল্যা মুনির, হারুন অর রশীদ, আল হাসান মঞ্জুর, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন বাবর প্রমুখ।














