অসম্প্রদায়িক দেশ বিনির্মাণে কাজ করছেন শেখ হাসিনা : হুইপ

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ ও সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম (পটিয়া) : জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে আমরা পটিয়ার আসন পেয়েছি। আগামীতেও তা ধরে রাখতে হবে।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এই কথা বলেন।

আরো পড়ুন : পুলিশের বাধায় ওবায়দুল কাদেরের ভাইয়ের সভা পণ্ড

সংসদ হুইপ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার যেসব অনুন্নত এলাকা ছিল সেগুলো থেকেই উন্নয়নের কাজ শুরু করেছি। পটিয়াতে এমন কোন মন্দির নেই, এ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারপরও পটিয়াতে একটি মহল হিন্দুদের জায়গা সম্পত্তি দখল করতে চান। এদের স্থান পটিয়ায় হবে না। দখল-বেদখল করতে না পেরে ওই মহলটি নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

উপজেলা পূজা পরিষদের সভাপতি ঋষি বিশ্বাসের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাষ্টার শ্যামল দে’র পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা পুজা কমিটির সাবেক সভাপতি বাবুল ঘোষ বাবুন, সাবেক সভাপতি জিতেন কান্তি গুহ, দক্ষিণ জেলা পূজা কমিটির সভাপতি ঝুন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল দেব, পটিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবদুল খালেক, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, হিন্দু বৌদ্ধ খৃষ্টার্ন ঐক্য পরিষদের পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দে, সহ-সভাপতি দিলীপ ঘোষ দীপু, উপজেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, পটিয়া পৌরসভা পুজা পরিষদের সভাপতি বিশ্বজিত দাশ, সাধারণ সম্পাদক প্রণব দাশ, উপজেলা পূজা কমিটির যুগ্ম আহবায়ক যদুরঞ্জন চৌধুরী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ঝুলন দত্ত, পৌরসভা পূজা কমিটির সাবেক সভাপতি দেবর্ষী চক্রবর্ত্তী, খরনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, পুজা কমিটির নেতা রনজিত চৌধুরী, কাজল চৌধুরী, নয়ন শর্ম্মা, উত্তম দে মেম্বার, টিটু দেব মেম্বার, শিল্পী মিত্র, রেখা দাশ মেম্বার, লাকী দাশ, সুমি দাশ মেম্বার, রিংকি দেব, ঝর্ণা দত্ত, রাজিব সেন, যাদব সর্দার, জুয়েল দাশ, কান্তি লাল ভট্টচার্য্য, সঞ্জিব চক্রবর্ত্তী টিংকু, উজ্জ্বল ভট্টচার্য্য, সুশীল দেবনাথ, মিল্টন দাশ, পটিয়া ছাত্রলীগের আহবায়ক নাজমুল সাকের সিদ্দিকী, কলেজ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির, সাধারণ সম্পাদক আবদুল হান্নান।

আলোচনা সভা শেষে পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং পটিয়া পৌরসভা পূজা পরিষদের সভাপতি প্রনব দাশ ও সাধারণ
সম্পাদক নয়ন শর্ম্মা’র নাম সম্মেলনে ঘোষণা করা হয়।

শেয়ার করুন