জাপানের ১০০ তম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

জাপানের ১০০ তম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

আন্তর্জাতিক :  জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি জাপানের সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। খবর বিবিসির।

আরো পড়ুন : আনোয়ারায় কিশোরের লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

সোমবার (৪ অক্টোবর) জাপানের আইনসভার দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা।

নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নতুন মন্ত্রিসভা সোমবারই ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন