বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ

বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ

বান্দরবান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে মেঘলা ফুটবল দল নীলাচল দলের সাথে প্রতিদ্বন্ধিতা করে, এসময় নীলাচল দল ১-০ গোলে জয়লাভ করে।

অন্যদিকে ভলিবল ম্যাচে নীলগীরি দল চিম্বুক দলের প্রতিদ্বন্দ্বিতা করে এবং খেলায় ২ সেটে নীলগীরি ভলিবল দল জয় লাভ করেন।

আরো পড়ুন : স্বামীকে হত্যার পর এবার স্ত্রীকে বিয়ের প্রস্তাব এসআই আকবরের!

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও ভলিবল ম্যাচে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রার্নাসআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনউদ্দিন মিলকীসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।