মহেশখালী প্রতিনিধি : সদ্য সমাপ্ত মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান-এনডিসি তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় মহেশখালী পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র মকসুদ মিয়াসহ ৯ জন পুরুষ কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে মহেশখালী পৌরসভা মেয়র প্রার্থী মকসুদ মিয়া নির্বাচিত হন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী। নির্বাচনের পর গত ২৬ শে সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত