পাকিস্তানে ভূমিকম্প : নিহত ২০, আহত ৩ শতাধিক

পাকিস্তানে ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প

আন্তর্জাতিক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও তিন শতাধিক মানুষ।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু এবং নারী। কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে হারনাই জেলায়।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে ভূমিকম্পের পর প্রাদেশিক রাজধানী কোয়েটার লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন স্থাপনা ধসে পড়ার ঘটনায় লোকজন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধার কার্যক্রম চলছে।

শেয়ার করুন