হাতে চোট পেয়ে নেপাল থেকে দেশে ফিরলেন তামিম

হাতে চোট পেয়ে নেপাল থেকে দেশে ফিরলেন তামিম

ক্রীড়া ডেস্ক : নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলছিলেন তামিম ইকবাল। ব্যাট হাতে সময়টা খুব ভালো যাচ্ছিল না। কিন্তু এবার চোটে পড়ে দেশেই ফিরে আসছেন বাংলাদেশের ওপেনার। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে

বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে নেপাল থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলছিলেন তিনি। গতকাল কাটমান্ডু কিংস ইলেভেনের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালেই দেশে ফিরেই বনানীর এক হাসপাতালে স্ক্যান করান। তাতে সুখবর নেই। আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। এভারেস্ট প্রিমিয়ার লিগে আর খেলা হচ্ছে না, বলাই বাহুল্য। বিসিবির এক কর্মকর্তা তামিমের দেশে ফেরা ও চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন। চোটের কারণে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। টানা খেলার বাইরে থাকাকে কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে দলপতি।

শেয়ার করুন