দুদক মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন

ঢাকা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার মাসুদ মজুমদার। অপরদিকে দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত ৫ অক্টোবর আত্মসমর্পণ করতে আদালতে এসেছিলেন ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। কিন্তু বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় সেদিন শুনানি করতে পারেননি। এরপর তার আইনজীবী আত্মসমর্পনের আবেদন তুলে নেন।

শেয়ার করুন