চট্টগ্রামের ৬ উপজেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রামের ৬ উপজেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রাম : কুমিল্লা শহরের দীঘিরপাড় এলাকার অনাকাঙ্খিত ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলার ৬ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে উপজেলা সমূহে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঠে কাজ করবে বিজিবি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রহমানের এক দপ্তরাদেশে বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করা হয়।

যেসব উপজেলা বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলো হলো— হাটহাজারী, ফটিকছড়ি, বাঁশখালী, সীতাকুণ্ড, চন্দনাইশ ও পটিয়া।

আরো পড়ুন : চট্টগ্রামে স্বামী-স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, আটক ১
আরো পড়ুন : বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু চট্টগ্রামে

এর মধ্যে হাটহাজারী ও বাঁশখালী উপজেলায় দুই প্লাটুন করে এবং অপর ৪ উপজেলায় ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়।

আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ উপজেলা বিজিবি জওয়ানরা দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসকের আদেশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন