[caption id="attachment_77822" align="aligncenter" width="728"]
বান্দরবানে খাদে পিকনিকের জিপ, একজন নিহত[/caption]
বান্দরবান : জেলার থানচি-আলীকদম সড়কে পিকনিকের গাড়ি খাদে পড়ে আবুল কালাম (২৭) নামে এক যুবক মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ দর্শনার্থী। তারা কক্সবাজার রামু থেকে পিকআপে করে আলীকদম ডিমপাহাড় ও থানচিতে বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণে এসেছিলেন
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকনিক জিপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই পর্যটক।
তারা কক্সবাজার রামু থেকে পিকআপে করে আলীকদম ডিমপাহাড় ও থানচিতে বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণে এসেছিলেন
আরো পড়ুন : মন্দিরে হামলার চার্জশিটভুক্ত ২ আসামি হারালেন নৌকার মনোনয়ন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেছেন। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে আলীকদম হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের মধ্যে আহত ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি মো. নাছির উদ্দীন জানান, পিকনিক জিপ খাদে পড়ে একজন মারা গেছে_এমন খবর পেয়েছি। আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত