[caption id="attachment_45190" align="aligncenter" width="696"]
লাশ উদ্ধার[/caption]
চট্টগ্রাম : নগরীর পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকার ইসমাঈল কলোনির একটি বাসা থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো-মা সুমিতা খাতুন(৩২), মেয়ে জান্নাতুল(৭) ও ছেলে সান(২)। স্থানীয়রা জানিয়েছেন, সুমিতা খাতুনের স্বামী স্বামী সোহেল রানা মুরাদপুর মোড়ে হারবালের বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করেন।
আরো পড়ুন : কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় আটক ৪৩
আরো পড়ুন : এসপির পর এবার ১ ঘন্টা ডিসির দায়িত্বে রিমি
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ৯৯৯ ফোন পেয়ে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিলো। বাকি একজন বিছানায় পড়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য সুমিতার স্বামী সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত