চট্টগ্রাম : হাটহাজারীতে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে। সে রাউজান উপজেলার গহিরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে ২০ টাকার প্রলোভন ও কাঁচি দিয়ে জিহ্বা কেটে দেয়ার ভয় দেখিয়ে সাত বছরের শিশুকে যৌন নিপীড়ন করে ঐ যুবক। দুপুরে এ ঘটনা ঘটলেও সন্ধ্যার পর ভুক্তভোগী শিশুটিকে তার মা ভাত খাওয়ানোর সময় শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে।
পরবর্তীতে ওই শিশু পাশের ঘরের আরেক মহিলাকে ঘটনাটি জানালে সব মহিলা একত্রিত হয়ে সন্ধ্যার পর লম্পট ওই যুবককে পিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে চমেক প্রেরণ করে।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ফরহাদ নামে ওই যুবককে লম্পট আখ্যায়িত করে বলেন, তার চরিত্র খুবই নোংরা। মহিলা দেখলেই আজেবাজে ইঙ্গিত করে কথা বলে। ছোট ছোট অনেক শিশুকে এর আগেও যৌন নিপীড়নের চেষ্টা করেছে। এবার সে রেহাই পায়নি। ফরহাদ বিবাহিত এবং তার আট মাস বয়সী একটি শিশু সন্তান থাকলেও ঘটনার দিন ঘরে স্ত্রী সন্তান কেউ ছিলনা। এ সুযোগে সে সাত বছরের একটি শিশুকে যৌন নিপীড়ন করে। ফরহাদ কমপক্ষে ৪ থেকে ৫টি বিয়ে করেছেন বলেও উপস্থিত মহিলারা জানান।
ঘটনার পর মহিলারা একত্রিত হয়ে পিটুনি দেয়ার বিষয়ে বলেন, ওর প্রতি সবারই ক্ষোভ ছিল। শিশুটিকে যৌন নিপীড়নের ঘটনা তাদের মনকে শান্ত রাখতে পারেনি। মারধরের সময় এলাকার কোন পুরুষ ঘটনাস্থলে ছিল না বলে জানান তারা।
এদিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী পুলিশের এএসআই আবুল কালাম যৌন নিপীড়নের বিষয়টি অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে তাকে গণপিটুনি দেয়া হয়েছে। তার অবস্থা গুরুতর।
বিষয়টি জানতে থানায় গেলে মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গণপিটুনি খেয়ে অভিযুক্ত চমেকে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।