অনুপ্রবেশকারীকে মনোনয়ন দিতে আ’লীগের তোরজোর

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুপ্রবেশকারী বিএনপি নেতা আব্দুল বারেককে আওয়ামী লীগের মনোনয়ন দিতে তোরজোর শুরু করেছে উপজেলা আওয়ামীলীগ। এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের ভিতরে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনা ঘটেছে উপজেলার কবাখালী ইউনিয়নে। সেখানে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এক নম্বরে সাবেক বিএনপি নেতা আব্দুল বারেকের নাম প্রস্তাব করা হয়েছে।

কমিটির তথ্যে জানা যায়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে দীঘিনালা উপজেলাধীন কবাখালী ইউনিয়নের হাচিন সন পুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী ভোট কেন্দ্রের নির্বাচন প্রতিহত সংগ্রাম কমিটির ১ নম্বর সদস্য ছিলেন আব্দুল বারেক। তিনি ২০১৩ সালের কবাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

সারাদেশে যখন বিএনপি কোণঠাসা হয়ে পড়েছে তখন ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের কিছু নেতার পরামর্শে এবং নিজেদের কোরাম ভারি করতে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদান করেন তিনি। বর্তমানে সেই আওয়ামী লীগের নেতারাই তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিতে তোরজোর শুরু করেছে বলে নেতাকর্মীদের মুখে মুখে তা শোনা যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুব আলম, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক মো. রওশন আলী ভূইয়া এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করে ১৬ অক্টোবর জেলা কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন জানান, একজন অনুপ্রবেশকারী মনোনয়ন পেতে পারেন না। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এদের দায়ের করা মামলায় আমাদের অনেক নেতাকর্মী জেল খেটেছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম বলেন, ১৮ বছর ধরে কেবল উপজেলা আওয়ামী লীগেই কাজ করছি। অথচ দলে অনুপ্রবেশ করেই প্রার্থী হবেন এটা মেনে নেওয়া যায় না।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তবে দলে সদ্য যোগদানকারী বা অনুপ্রবেশকারী কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার চিন্তা নেই।