সড়ক ধসে উল্টে লবন বোঝাই ট্রাক ধান ক্ষেত্রে

চট্টগ্রাম (মহেশখালী) : সড়ক ধসে লবন বোঝাই একটি ট্রাক ধান উল্টে পরেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মগকাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, লবন বোঝাই ট্রাক কালামিয়া বাজারের পশ্চিম পার্শ্বে মগকাটা এলাকা থেকে লবন বোঝাই করে যাওয়ার সময় উল্টে কুতুবজোম অফ-সোর হাই স্কুল সড়কের মাঠি ধসে ট্রাকটি পাশের ধান ক্ষেত্রে পড়ে যায়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় (চট্ট মেট্রো-ট ১২-০৫৪৫) গাড়িটির ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন : মিরসরাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

স্থানীয়রা জানান, কুতুবজোম টু কালামিয়া বাজার রোড়ের দীর্ঘদিন অবহেলিত ও সড়কের বেহাল দশা। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের অবস্থা খুবই নাজুক।যে কারনে প্রায়ই ঘটছে সড়ক দূর্ঘটনা। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখনই রাস্তা সংস্কার জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

শেয়ার করুন