তিন ওয়ার্ডে ১৪ মসজিদ মাদ্রাসায় ৫৪টি ফ্যান দিলেন এমএ লতিফ এমপি

তিন ওয়ার্ডে ১৪ মসজিদ ও মাদ্রাসায় ৫৪টি ফ্যান দিলেন এমএ লতিফ এমপি। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : পবিত্র রমজান উপলক্ষ্যে তিন ওয়ার্ডের ১৪টি মসজিদ ও মাদ্রাসায় ৫৪টি ষ্ট্যাণ্ড ফ্যান বিতরণ করেছেন সংসদীয় আসন-১১ এর সংসদ সদস্য এম.এ লতিফ এমপি। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের মসজিদ ও মাদ্রাসায় আরো ফ্যান বিতরণ করা হবে।

শুক্রবার (২৬ মে) সকাল ১০টায়  ৩৮ নং ওয়ার্ডে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন ২৭, ৩৮, ৩৯ নং ওয়ার্ডে ১৪টি মসজিদ ও মাদ্রাসায় ৫৪টি ষ্ট্যান্ড ফ্যান বিতরণ শুরু করা হয়।

পর্যায়ক্রমে অনান্য ওয়ার্ডের মসজিদসমূহেও ষ্ট্যান্ড ফ্যান বিতরণ কর্মসূচী অব্যহত থাকবে।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এম.এ. লতিফ এমপি উপস্থিত সকলকে ধার্মিকতার নামে ধর্মান্ধ না হওয়া এবং ধর্মের নামে যারা ব্যবসা ও রাজনীতি করে তাদেরকে সামাজিকভাবে পরিহার করার  পরামর্শ দেন।

তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন-প্রচন্ড তাবদাহে জনজীবন অতিষ্ঠ । এ অবস্থায় পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসে তারাবির নামাজের সময় সম্মানিত মুসল্লিদের কষ্ট কিছুটা লাগবে তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ষ্ট্যান্ড ফ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগ উপদেষ্ঠা শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর  থানা আওয়ামীলীগ সভাপতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক হোসেন মুরাদ ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাছের, যুগ্ন সম্পাদক মোঃ কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, বন ও পরিবেশ সম্পাদক এলেম উদ্দিন, শ্রম সম্পাদক মোঃ মন্জু, ইউনিট আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুক্কুর, মোঃ ইমতিয়াজ, মোমিন সম্রাট, সাধারণ সম্পাদক আবুল হাসেম, মোঃ ফারুক, ইকবাল আল নুরী, প্রবীন আওয়ামীলীগ নেতা এজাহার মিয়া আওয়ামীলীগ নেতা মোঃ সেলীম  আফজল, নেছার মিয়া আজিজ, জাবেদুল ইসলাম শীপন, যুবলীগ নেতা মোঃ জুয়েল, হাসান উদ্দিন সোহেল, মোঃ আজম, ছাত্রলীগ নেতা মোঃ আরিফ, সাবেক ছাত্র নেতা রঞ্জিত শীল প্রমূখ।

প্রসঙ্গত: বছরব্যাপী জনকল্যাণে ভূর্তকী মূল্যে ভোগ্যপন্য বিক্রয় কর্মসূচী, নির্বাচনী এলাকায় প্রতিটি ওয়ার্ডে দূস্থদের মাঝে চাল ও শীত বস্ত্র বিতরণ, সূপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণসহ নানা আর্থ সামাজিক কর্মকাণ্ডে এমএ লতিফ এমপি’র অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার মসজিদ ও মাদ্রাসায় ষ্ট্র্যান্ড ফ্যান বিতরণ তাঁর আরো একটি অনন্য উদ্যোগ।

শেয়ার করুন