চট্টগ্রামের গোডাউন বাজারে আগুন : পুড়ে গেছে অর্ধশত দোকান

চট্টগ্রামের গোডাউন বাজারে আগুনে পুড়ে গেছে অর্ধশত দোকান

চট্টগ্রাম : নগরীর হালিশহরে আর্টিলারী সেন্টারের গানার্স গোডাউন বাজারে অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালের দিকে হালিশহর আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন বাজারে এ আগুনের সূত্রপাত হয়।

আরো পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সাম্প্রদায়িক হামলাকারীদের উৎসাহিত করেছে

সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনে পুরোপুরি নির্বাপণ সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আরো পড়ুন : নির্বাচন কমিশন জবাব দিতে ব্যর্থ হয়েছে : ডা. শাহাদাত

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহমেদ বলেন, ‘সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

চট্টগ্রামের গোডাউন বাজারে আগুনে পুড়ে গেছে অর্ধশত দোকান

গোডাউন বাজারের ওইখানে শতাধিক কাঁচা তরকারি এবং কাপড়ের দোকান ছিলো। অগ্নিকাণ্ডে বেশিরভাগই পুড়ে গেছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহমেদ।

শেয়ার করুন